ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল এক যুবক, ত্রাতা হয়ে বাঁচালেন রোনাল্ডো
বহুবার বহু সাক্ষাত্কারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। সেগুলো স্রেফ যে তাঁর কথার কথা নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। আগের মতোই এখনও সমর্থদের প্রতি একইরকম কৃতজ্ঞ রয়েছেন সিআরসেভেন।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম জুভেন্তাসের ম্যাচ চলছিল। ওল্ড ট্র্যাফোর্ডে সেই ম্যাচ চলাকালীন এক যুবক হঠাত্ করেই মাঠে ঢুকে পড়েন। উদ্দেশ্য, রোনাল্ডোর সঙ্গে একখানা ছবি তোলা।
সেলফি তোলার জন্য সে বারবার রোনাল্ডোর সামনে চলে যেতে থাকে। আর তাঁর পিছে ছুটতে থাকে নিরাপত্তারক্ষীরা। একটা সময় রোনাল্ডোর সামনে তাঁকে মাটিতে আছড়ে ফেলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। মাঠে এমন অনভিপ্রেত ঘটনা দেখে প্রথমে হেসে ফেলেন পর্তুগিজ তারকা।
অবাক করার মতো ব্যাপার, সেই সমর্থকের গায়ে ছিল ম্যান ইউয়ের জার্সি। তবুও সে রোনাল্ডোর অন্ধ ভক্ত। রোনাল্ডোর পুরনো ক্লাব ম্যান ইউ। আর সেই পুরনো ক্লাবের সমর্থকদের মনে এখনও রোনাল্ডো একইভাবে বিরাজমান।
একটা সময় প্রচণ্ড ধস্তাধস্তির পর সেই ফ্যান কাবু হয়ে পড়েন। তখন নিরাপত্তরক্ষীরা তাঁকে মাঠের বাইরে বের করে নিয়ে যেতে চান। তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়।
রোনাল্ডো ঠিক সেই সময় এগিয়ে আসেন। জড়িয়ে ধরেন সেই সমর্থককে। তার পর সমর্থকের আবদার মেটান। তাঁর সঙ্গে একটা সেলফি তোলেন।
নিরাপত্তারক্ষীরা অবশ্য এর পরও তাঁকে টেনে-হিঁচড়ে মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু রোনাল্ডো তাঁকে বাঁচান।