Crocodile in Kalna: `তোলপাড়িয়ে উঠল পাড়া`, মাঝরাতে ভাগরথী থেকে উঠে বাড়ির দরজায় বিশাল কুমির
পূর্ববর্ধমানের কালনার ১০ নম্বর ওয়ার্ড। পালপাড়া এলাকার ভাগীরথী থেকে উঠে এসে হঠাৎ বাড়ির উঠোনে ঠাঁই নিল বিশাল কুমির। এমনই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল কালনা শহরে। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী
সোমবার রাত ১টা নাগাদ পাড়ায় কুকুরের ডাক শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় পাড়ায় রাস্তায় মুখে শুয়ে কুমির। তার পর থেকেই স্থানীয় বাসিন্দারা রাত জেগে পাহারা দিতে থাকে কুমিরটিকে। যাতে সে কোনো অঘটন না ঘটাতে পারে। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী
মঙ্গলবার সকালের আলো ফুটতেই এলাকা জুড়ে দাপাতে থাকে বিশালাকার কুমিরটি। কুমির দেখতে কালনার পালপাড়ায় ভীড় জমায় বহু মানু। ঘটনাস্থলে হাজির কালনা থানার পুলিস,বন দফতরের কর্মী ও দমকল বাহিনী। সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করা যায়নি। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী
জানা গিয়েছে গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে ভাগীরথীর পাড় সংলগ্ন এলাকায় একটি পূর্ণবয়স্ক কুমির নজরে আসে স্থানীয়দের। এরপরই ধীরে ধীরে ওই কুমিরটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে তারপরই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী
স্থানীয় গৃহবধূ মাধবী পাল বলেন, ভীষণ আতঙ্কে আছি। বাড়িতে বাচ্চা আছে। রাতে খবর পাই। ছেলেপুলেরা সব ঘুমাচ্ছিল। এখন সকাল হয়েছে। এবার বেশি ভয় লাগছে। রাত বারোটায় কুমীর ঢুকছে পাড়ায়। আগে কখনও এমন ঘটনা দেখিনি। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী
এলাকার বাসিন্দা সদানন্দ পাল বলেন, রাত একটা নাগাদ কুমরটিকে দেখেছি। পাড়ায় কুকুর চিত্কার করছিল। গিয়ে দেখি রাস্তার মুখে বসে বিশাল কুমীর। রাত থেকে লোকের ঢল নেমেছে পাড়ায়। এখন কুমীর সেই রাত থেকে পাড়া ঘুরছে। বন দফতরের লোক এলেছে। -তথ্য ও ছবি- সঞ্জয় রাজবংশী