মোদী না মমতা, কোচবিহারে কার সভায় ভিড় বেশি দেখুন ছবিতে
কোচবিহারের রাসমেলা ময়দান। ওই ময়দানেই পর পর দু'দিন দুটো বড় জনসভা হল। রবিবার ওই ময়দানে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক তার পরদিনই একই জায়গায় সভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুই সভা নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে বাদানুবাদ চরম পৌঁছেছে। উভয়পক্ষই দাবি করছে, তাদের সভা সফল হয়েছে। রাজ্যে রাজনীতির যুযুধান দুই পক্ষের দাবি, তাদের সভায় ভিড় বেশি হয়েছে।
বিজেপির কর্মীরা দাবি করছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের সভার ভিড় স্বতস্ফুর্ত নয়। তারা জোর করে লোক এনেছে সভায়।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির এ রাজ্যে কোনও সমর্থক নেই। তাই রাজ্যের মানুষকে তারা সভায় হাজির করতে পারেনি। মাঠ ভরাতে তারা অসম থেকে লোক এনেছে।