উড়ন্ত আগ্নেয়গিরি ধেয়ে আসছে পৃথিবীর দিকে! মাউন্ট এভারেস্টের তিনগুণ বড়...
ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বা বিএএ এই গ্রহাণুটির 'ক্লোজ মনিটরিং' করছে।
কবে আসছে গ্রহাণুটি পৃথিবীতে? বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালের মধ্যে এটির পৃথিবীর কাছাকাছি আসার কোনও আশঙ্কা নেই।
২০২৪ সাল নাগাদ এটিকে খালিচোখেও দেখা যাবে।
২০২৪ সালের পরে এটি ফের মহাশূন্যের অতল অন্ধকারে চলে যাবে, ফের এটিকে দেখা যাবে ২০৯৫ সাল নাগাদ!
এর আগে এটিকে দেখা গিয়েছে ৬৯ বছর আগে।
সব থেকে আশ্চর্যের হল, এই ধূমকেতুটির শিংয়ের মতো অংশ আছে, যেগুলি মূল গ্রহাণুটির চেয়ে প্রায় ৭০০০ গুণ বড়!
তবে এ বছর গ্রহাণুটিকে নিয়ে তত চর্চা হবে না। গ্রহাণুটি যদি এখন যেভাবে ছুটছে সেভাবেই ছোটা বজায় রাখে, তবে ২০২৪ সালে এটিকে নিয়ে সব থেকে বেশি চর্চা হবে।