আরও কাছে আমফান! ১৩০ কিমি বেগে ঝড় কলকাতায়, চূড়ান্ত সতর্কতা দুই ২৪ পরগনায়
উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাংলার একেবারেই দোরগোড়ায় আমফান। সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, কলকাতার গা ঘেঁষে বেরোবে আমফান। বুধবার বিকালে ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। দিঘা থেকে ১৭৭ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় । এদিন বিকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে দিঘা ও বাংলাদেশের মধ্যে ল্যান্ডফল করবে আমফান।
এরফলে দক্ষিণবঙ্গেরপ্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে অতি সতর্কতা জারি করা হয়েছে। আমফানের প্রভাবে মূলত দক্ষিণবঙ্গ তছনছ হওয়ার আশঙ্কা। উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে দুই ২৪ পরগনার উপকূলে ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৫ ফুটের বেশি। পূর্ব মেদিনীপুর উপকূলে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে ১২ ফুট।