শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় `আমফান`,ভয়ের কারণ নেই, স্বস্তির বার্তা আবহাওয়াবিদদের

Tue, 05 May 2020-10:59 am,

'আমফান' এই শব্দটাই গত কয়েকদিনে আবহাওয়াবিদদের চিন্তার কারণ হয়ে উঠেছিল। ফের একবার বিপদের আশঙ্কা করছিলেন তাঁরা। জারি করেছিলেন চরম সতর্কতা। কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তির খবর। আমফান কিছুটাই হলেও তার তীব্রতা হারিয়েছে।

স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী, কিছুটা হলেও শক্তি হারিয়েছে আমফান। গত ২৪ ঘণ্টা ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে। ভূমিতে আছড়ে পড়তে আরও ৭২ ঘণ্টা সময় লাগবে। এটি ক্রমশ শক্তি হারিয়ে উত্তরপশ্চিম দিকে চলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সতর্কতা ছিল মে মাসের ১ তারিখ দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বৃদ্ধি করে ভয়ঙ্কর আকার নেবে। ৩,৪ মে তা আছড়ে পড়ার সতর্কতা ছিল। ফলে দেশ জুড়েই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা।

তবে আন্দামান নিকোবর দ্বীপে আগামী ৩৬-৪৮ ঘণ্টা সতর্কতা জারি করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link