ঘূর্ণিঝড় Burevi-র মোকাবিলায় তামিলনাড়ুর ৯ জেলা ও গোটা দক্ষিণ কেরলে জারি হাই অ্যালার্ট
বর্তমানে গতি ঘণ্টায় ১৮ কিলোমিটার। আগামী ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে তামিলনাড়ু ও কেরল উপকূলে আঘাত হানতে পারে সাইক্লোন বুরেভি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার ভোর নাগাদ আঘাত হানতে পারে কন্যাকুমারী ও পানবনের মধ্যবর্তি এলাকায়। এর ফলে প্রবল ঝড় ও বৃষ্টি হতে পারে।
ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই তামিলনাড়ুর ৯ জেলাকে সতর্ক করা হয়েছে। ওইসব জেলার নীচু এলাকায় যেসব মানুষ বসবাস করেন তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে বলেছে রাজ্য সরকার।
বুধবার সকালে আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি রয়েছে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ২০০ কিলোমিটার পূর্বে ও পামবন থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এদিকে, ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে গোটা দক্ষিণ কেরলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্য সরকার থিরুঅনন্তপুরম জেলার ৪৮ গ্রামে বিশেষ সতর্কতা জারি করেছে পিনারাই বিজয়ন সরকার।
থিরুঅনন্তপুরমের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে সেখানে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF এর বেশ কয়েকটি টিম। NDRF টিম মোতায়েন করা হয়েছে কন্যাকুমারীতেও।