Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় `ডানা`! কালীপুজোর আগেই ভয়ংকর দুর্যোগের মুখে...

Soumita Mukherjee Fri, 18 Oct 2024-3:58 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টি। সকাল থেকেই আজ তথা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এবার জারি করা হল সতর্কতা। 

 

তবে শুধু ঝড়বৃষ্টিই নয়, আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূ্র্ণিঝড়ও। আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। সেই ঘূর্নাবর্ত মধ্য বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। 

 

নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এর অভিমুখ থাকবে। আগামী বুধবার এর প্রভাব পড়তে পারে বাংলাতে।আগামীকাল শনিবার বিকেলের পর থেকে মূলত শুষ্ক আবহাওয়া দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দু'এক জায়গায়।  

 

সোমবার থেকে ফের আর্দ্রতা বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোম ও মঙ্গলবার মূলত উপকূলের ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

 

২৩ অক্টোবর পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির আশঙ্কা। সেই বৃষ্টি আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত চলতে পারে। 

 

সেই নিম্নচাপ থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর লক্ষ্যস্থল কি পশ্চিমবঙ্গে? ইতোমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের নাম। ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’।

 

এখনও ঘূর্ণিঝড়ের গতিপথ ও ক্ষমতা নিয়ে কিছু বলতে না চাইলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে। 

 

এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে পশ্চিমবঙ্গ বা ওডিশার দিকেই এটি আঘাত হানতে পারে। অনুমান সত্যি হলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিসহ দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়তে পারে। লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link