Cyclone Dana Update | Dhamra Port: ধেয়ে আসছে ডানা... ল্যান্ডফলের আগেই ভয়াবহ ধামরা! দেখুন EXCLUSIVE ছবি...

Thu, 24 Oct 2024-2:54 pm,

পিয়ালি মিত্র: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। আর কিছু ঘণ্টা আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়।

 

ওড়িশার ভিতরকণিকার কাছে ধামরা বন্দরে ল্যান্ডফল হতে চলেছে ডানার। 

 

ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বাধিক ঘণ্টায় ১২০ কিলোমিটার।

 

শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার অনেক আগে থেকে ইতিমধ্যেই ধামরায় দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ডানা।

 

উত্তাল সমুদ্র। উঁচু উঁচু ঢেউ। প্রবল বৃষ্টি। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। দাঁড়িয়ে থাকা-ই কার্যত দায় এখন ধামরা বন্দরে।

 

পূর্বাভাস বলছে, ধামরা বন্দরে ল্যান্ডফলের পর বালাসোর-ভদ্রকে ব্যাপক প্রভাব পড়তে বলেছে ঘূর্ণিঝড়ের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link