ফণির দাপটে ধ্বংসলীলা শুরু রাজ্যে, ভাঙল পাঁচিল, উড়ল ঘরের ছাদ
ফণির দাপট শুরু রাজ্যে।
ফণির দাপটে ইতিমধ্যেই লন্ডভন্ড চেহারা নিয়েছে খড়গপুর গ্রামীণ এলাকার সাকুয়া গ্রাম।
গ্রামের বেশ কয়েকটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে।
টিনের চাল উড়ে গিয়ে অন্য বাড়ির ছাদে গিয়ে পড়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ৬৭টি ও ঝাড়গ্রামে ২০টি কাঁচাবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘরের ছাদ উড়ে গিয়েছে। খোলা আকাশের নীচে পড়ে খাট, আসবাব। মাথায় হাত বাসিন্দাদের।
ভেঙে পড়েছে ইটের পাঁচিল, দেওয়াল।
সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পূর্ব মেদিনীপুরে ২৭ টি কাঁচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
ফণিরর জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার ২৩ হাজার ৬৮০ জন, উত্তর ২৪ পরগনার ১৩ হাজার ৯৪৪ জনকে সরানো হয়েছে।
কলকাতাতেও প্রায় ২০০০ মানুষকে অন্যত্র সরানো হয়েছে।
৫ জেলার মোট ৪৫ হাজার ৪৭৫ জনকে সরানো হয়েছে।