`ফণি`র তাণ্ডবে কলকাতায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, পুরসভা জারি করল আগাম নির্দেশিকা
শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফণি'। আর তারপর তা বয়ে যাবে কলকাতার উপর দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্র-শনি দুদিন ধরে শহরে চলবে 'ফণি'র তাণ্ডব।
'ফণি'র দাপটে দুদিন ব্যাপী প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সময় শহরবাসী যাতে কোনও বিপদে না পড়ে, সর্তকতামূলক একাধিক আগাম নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভা।
কলকাতার রাস্তার উপর থাকা সমস্ত হোর্ডিং খোলার জন্য বিজ্ঞাপন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাদের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
রাস্তায় যাতে কোনও বিদ্যুতবাহী তার না পড়ে থাকে, জমে থাকা জলে বিদ্যুত্পৃষ্ট হয়ে যাতে কোনও বিপদ না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।
পুরসভার আধিকারিক থেকে কর্মী, সবার সব ছুটি বাতিল করা হয়েছে। পুরসভার সঙ্গে বরো অফিসগুলিরও শনি ও রবিবারের ছুটি বাতিল করা হয়েছে।
প্রয়োজনে প্রভাবিত এলাকায় পুরসভার উদ্যোগে ৩ দিনের জন্য খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করা হচ্ছে।