ফনির দাপটে লণ্ডভণ্ড পুরী ও সংলগ্ন অঞ্চল, দেখুন বিমান থেকে তোলা ছবি

Sat, 04 May 2019-7:49 am,

প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণি। ভুবনেশ্বরে এর বেগ ছিল ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।ঝড়ের দাপটে লন্ডভন্ড পুরী। আকাশপথে তারই একটি সমীক্ষা করল নৌসেনার ডনিয়ার বিমান।

ছবিতে দেখা যাচ্ছে যতদূর চোখ যায় জলে ভরে গিয়েছে। বাড়িঘরের অনেকটাই গ্রাস করেছে জল। জেগে রয়েছে একটিমাত্র বড় রাস্তা।

শহর ও শহরের বাইরে বিভিন্ন রাস্তায় বহু গাছ উপড়ে পড়ে রাস্তা আটকে দিয়েছে।

পুরী ও চিলিকা লেকের মধ্যেকার অংশের অবস্থায় সবচেয়ে খারাপ। সেখানে বিস্তীর্ণ এলাকা জলে ভরে গিয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঝড়ে দাপটে প্রাণ হারিয়েছেন ৮ জন। প্রচুর গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়।

এখনও প্রর্যন্ত ১২ লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

ঝড়ের ফলে বিদ্যুত সরবারহের যে ক্ষতি হয়েছে তাতে তা চালু করাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিকাংশ জায়গায় খুঁটি উপড়ে পড়েছে। রাস্তার গাছ এসে পড়েছে বিদ্যুতের তাতে। তবে সরবারহ চালু করতে যুদ্ধকালীন তত্পরতায় কাজ শুরু করেছে বিদ্যুত দফতর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link