ফণির দাপটে ধ্বংসস্তূপের চেহারা নিল কচিকাঁচাদের স্কুল
ফণির দাপটে সুন্দরবনে ভেঙেছে স্কুল। ছবি দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা স্কুল ছিল।
কাকদ্বীপের এই স্কুলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েকটা ইটের টুকরো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
ভেঙে পড়েছে পাঁচিল, ছাউনি। গড়াগড়ি খাচ্ছে বেঞ্চগুলো।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের নীলের হাট সর্দার পাড়া এলাকায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে আহত হয়েছেন স্বামী, স্ত্রী। পাকা দেওয়াল ও টালির চালের ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন সনজিত্ সর্দার ও লতা সর্দার।
হঠাৎ করেই টালির চাল সহ দেওয়াল তাঁদের গায়ের উপর ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দম্পতি।