কত দূরে ঝড়? আতঙ্কে দলে দলে দিঘা ছাড়ছেন পর্যটকরা
ধেয়ে আসছে 'ফণি'। প্রাণভয়ে বাড়িমুখো পর্যটকের দল। ঘূর্ণিঝড় আতঙ্কে পর্যটকশূন্য সৈকত শহর দিঘা।
গতকাল থেকেই দিঘায় মোতায়েন রয়েছে এনডিআরএফ-এর দল। সতর্ক করতে লাগাতার চলছে প্রচার।
শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। তারপরই উপকূল এলাকায় শুরু হয়ে যাবে তাণ্ডব। প্রমাদ গুনছে সৈকত শহর।
দিঘা থেকে এখনও ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণি।
সমুদ্রে না নামার জন্য বার বার ঘোষণা করা হচ্ছে। ফিরে যাচ্ছেন পর্যটকরা। জনশূন্য দিঘার সৈকত।
মত্স্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। হলদিয়া বন্দরেও যাবতীয় জাহাজের আনাগোনা আজ রাত থেকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।