Cyclone Fengal: আর মাত্র কয়েক ঘণ্টা, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়!
অয়ন ঘোষাল: নভেম্বরের একেবারে শেষ লগ্নে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বা সারফেস টেম্পারেচার অনেকটাই কম থাকে। তাই খুব বেশি জলীয় বাষ্প টেনে শক্তি বাড়াতে ব্যর্থ হবে ফিনজল।
খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটির ল্যান্ডফল ঘটতে চলেছে শনিবার। কাল শুক্রবার ভোরের মধ্যে এটির গঠন সম্পূর্ণ হবে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের আই এবং টেইল স্পষ্ট হবে।
ঘূর্ণিঝড়ের নাম ফিনজল দিয়েছে সৌদি আরব। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি শক্তি সঞ্চয় করছে।
সর্বশেষ প্রাপ্ত উপগ্রহ চিত্র অনুয়ায়ী পন্ডিচেরী থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রাক্কালেই শ্রীলংকা উপকূল পেরিয়ে যাবে। ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হবে তামিলনাড়ু উপকূলে। শনিবার-ই এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।