ফের দূর্যোগের অশনি সংকেত, গজরে উঠছে ঘূর্ণিঝড় গতি
সোমবার সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে প্রবেশ করবে সে রাজ্যে।
ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত।
আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্রে রবিবার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে এই দু-দিন। অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা, আন্দামান উপকূলের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে।