Cyclone Impact: সাইক্লোনের দাপটে উপকূলের আবহাওয়ার চরম পরিবর্তন! ঝড়ে বদলাল মানচিত্রও?

Tue, 01 Oct 2024-12:22 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাইক্লোন যে কী ভংয়কর ক্ষতিগ্রস্থ করে তা আলাদা করে বলে বোঝাতে হয় না। এক লহমায় তছনছ করে দেয় সমস্তটা। শুধু তাই নয় মারাত্মক প্রভাব ফেলে সেখানকার আবহাওয়ায়। 

ঘূর্ণিঝড় মিচাং অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বিশেষত উপকূল বরাবর। যার জেরে  বৃষ্টিপাতের ব্যাপক পরিবর্তন আনে। 

এই সাইক্লোন সেখানকার জলবায়ু পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। সহজ কথায়, ল্যান্ডফল হল ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জলের উপর দিয়ে ভূমিতে আসার পর ঘটনা। 

সমীক্ষা অনুসারে, স্বাস্থ্যকর গাছপালা 5.71% থেকে 1.30% এ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। যখন অস্বাস্থ্যকর গাছপালা 38.54% থেকে 39.92% এ সামান্য বৃদ্ধি পেয়েছে, যা ঘূর্ণিঝড়ের মারাত্মক প্রভাবকে তুলে ধরে। 

ডিজাস্টার ভেজিটেশন ড্যামেজ ইনডেক্স (ডিভিডিআই) আরও ইঙ্গিত করেছে যে মূল্যায়ন করা এলাকার 40.24% মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে 56.49% মাঝারি ক্ষতির সম্মুখীন হয়েছে। 

অতিরিক্তভাবে, মডিফাইড ভেজিটেশন কন্ডিশন ইনডেক্স (এমভিসিআই) দরিদ্র প্রবৃদ্ধির অবস্থা-সহ এলাকায় একটি উদ্বেগজনক বৃদ্ধি দেখিয়েছে, যা এক বর্গ কিলোমিটারের কম থেকে প্রায় 300 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। গবেষণায় 642 বর্গ কিমি উপকূলের 79.46% বরাবর ক্ষয় দেখা গেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link