Cyclone Remal Updates | Bengal Weather Update: ওডিশা, বাংলাদেশ, সুন্দরবন! ভয়ংকর ভাবে তছনছ হতে চলেছে দৈত্য `রিমেল`র বন্য গতিতে?

Thu, 23 May 2024-11:56 am,

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল দাবি করছে, রবিবার ল্যান্ডফল করতে পারে 'রিমেল'। 

শনিবার ঘূর্ণিঝড় তৈরির পর প্রাথমিক ভাবে এর অভিমুখ মায়ানমার সাগর অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া বা কক্সবাজারের দিকে থাকলেও পরবর্তী সময় এটি অভিমুখ পরিবর্তন করবে। 

এরপর এটি ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। 

ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন এলাকার মধ্যে যে কোনো একটি উপকূলে এটির সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে।

নির্দিষ্ট করে কোথায় ল্যান্ডফল, তা নিয়ে আপডেট ঘণ্টাপাঁচেক আগে পাওয়া যাবে। 

খুব শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভবত হচ্ছে না রিমেল। মাঝারি শক্তির ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখনও পর্যন্ত বেশি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link