YAAS Updates: উত্তর-পূর্ব ওড়িশায় শক্তিক্ষয়, ঝাড়খন্ডে সরছে ইয়াস, হাই অ্যালার্ট জারি

Wed, 26 May 2021-4:16 pm,

নিজস্ব প্রতিবেদন: বাংলা-ওড়িশা উপকূলে তান্ডব চালিয়ে দক্ষিণ বালাসোরে ওড়িশা সীমান্ত টপকে বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ডে পাড়ি দেবে ঘূর্ণিঝড় ইয়াস (YAAS)। জানাল মৌসম ভবন।

ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, 'ওড়িশা উপকূলে ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত ঘটেছে ইয়াসের ফলে। রাজ্যের উত্তর ও উত্তর-পূর্ব উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।'

ওড়িশার বালাসোর ও ধামড়ার মাঝে সকাল ৯ টা নাগাদ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিমি বেগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ে।

দুপুর একটা নাগাদ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয় সম্পন্ন হয়। স্থলভাগে ঢুকে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে সরতে থাকে ঘূর্ণিঝড়।

ইতিমধ্যেই অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। আগামী ২ ঘণ্টার মধ্যে আরও শক্তিক্ষয় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ৩ ঘণ্টার মধ্যে হাওয়ার গতিবেগও ৯০ থেকে ৮০ কিমি ও ৬ ঘণ্টার মধ্যে তা ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টায় নেমে আসবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link