Covid In India Update: একলাফে ১০ হাজার পেরল দেশে করোনার দৈনিক সংক্রমণ! এই রাজ্যে সবচেয়ে বেশি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। একলাফে ১০ হাজারের গন্ডি পেরিয়ে দেশে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০,১৫৮ জন।
২০২২-এর অগাস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। এর ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়ে ৫০,০০০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে দেশে করোনার সংক্রমণ একলাফে অনেকখানি বেড়ে গিয়েছে। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও।
করোনার দৈনিক পজিটিভিটি রেট এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ শতাংশের উপরে, ৪.৪২। ওদিকে সাপ্তাহিক পজিটিভি রেটও ৪ শতাংশের উপরে পৌঁছে গিয়েছে, ৪.০২ শতাংশ।
প্রসঙ্গত, বুধবারই করোনায় প্রায় ৮ হাজার দৈনিক সংক্রমণ নথিভুক্ত হয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই দৈনিক সংক্রমণ ১০ হাজারের গন্ডি পেরিয়ে গেল।
উল্লেখ্য, সারা দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১২০০ জন।