Covid In India Update: ৭ মাসে সর্বোচ্চ! ফের ৮ হাজারের দোরগোড়ায় দেশে করোনার সংক্রমণ, এখনই সাবধান নাহলে সমূহ বিপদ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ মাসে সর্বোচ্চ। দেশে ৮ হাজার ছুঁই ছুঁই করোনায় দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৮৩০ জন।
এরফলে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বিগত ২২৩ দিনের মধ্যে দেশে করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে।
প্রসঙ্গত, গত বছর ১ সেপ্টেম্বর দৈনিক সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ৭,৯৪৬ জন। ফের দৈনিক সংক্রমণ বাড়ার সঙ্গেই দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৫ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩.৮৩ শতাংশ।
দৈনিক সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে প্রাণহানিও ঘটেছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনায় ফের প্রাণ হারিয়েছেন ১৬ জন। বেড়েছে দৈনিক মৃত্যুর হারও।
দিল্লিতে ২ জন, পাঞ্জাবে ২ জন ও হিমাচল প্রদেশে ২ জন প্রাণ হারিয়েছেন। ওদিকে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে একজন করে প্রাণ হারিয়েছেন করোনায়। সর্বোচ্চ মৃত্যু ঘটেছে কেরালায়, ৫ জন।