Ajker Rashifal | Horoscope Today: অফিসে পদোন্নতি হবে তুলা রাশির, দাম্পত্য জীবনে সুখ আসবে বৃষ রাশির...
কর্মসূত্রে ভ্রমণ। কর্মে উন্নতি। নতুন কর্ম লাভ। বেকারদের কাজের সুযোগ। ব্যবসায় ক্ষতি। পার্টনারশিপ ব্যবসার মতভেদ। খরচা বৃদ্ধি। শত্রুতা মুখে পড়বেন। যানবাহনের সংস্কার জরুরি। সন্তানের সাফল্যে গর্ব বোধ করবেন। পুরনো রোগ থেকে মুক্তি। স্বামী স্ত্রীর মতভেদ। প্রেমিক প্রেমিকার ভালো সময়। ছাত্র-ছাত্রীর শুভ। সরকারি ক্ষেত্রে সাফল্য। ঠান্ডা লেগে হাঁচি-কাশি। বিপদে গুরুজনদের সাহায্য পাওয়া যাবে।
কূটনৈতিক জয়। রাজনীতিতে শুভ। ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসায় উন্নতি। যানবাহন ও গৃহ সংক্রান্ত বিষয়ে কারোর সাহায্য পেয়ে যাবেন। সন্তান নিয়ে গর্ববোধ। দাম্পত্য জীবন মধুর। প্রিয়জনের বিবাহ নিয়ে আলোচনা। সরকারি কর্মচারীদের কাজের চাপ বৃদ্ধি। বিপদে বাবার সাহায্য পেয়ে যাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য। জমি জায়গা থেকে আর্থিক লাভ। বন্ধুভাগ্য অতি শুভ।
শ্বাসকষ্ট এবং ঠান্ডা লেগে ভোগান্তি হলেও ঠিক হয়ে যাবেন। চিকিৎসার খরচ বৃদ্ধি। ভাইয়ের উন্নতি। যানবাহন সংক্রান্ত ঝামেলা। সন্তানের মতিগতি চিন্তার বিষয়। শত্রু বৃদ্ধি কিন্তু শত্রুরা পরাজিত হবে। স্বামী-স্ত্রীর মতভেদ। বাতের ব্যথায় কষ্ট। সরকারি কনট্রাক্টরদের টাকা আটকে যাবে শেষ মুহূর্তে। ছাত্র-ছাত্রী সময় নষ্ট করবেন না। প্রেমে ঝামেলা। রাজনীতিতে শুভ। ভ্রমণ যোগ।
সৃষ্টিশীল কাজে সাফল্য। ব্যবসায় বহুবিধ শেয়ার বাজারে লাভ। একাধিক নতুন ব্যবসার যোগাযোগ। সরকারি কাজে সাফল্য। কর্মে অগ্রগতি। বেকারদের অসুবিধা হবে না। ভাই বোনের সাথে মধুর সম্পর্ক আর তাদের উন্নতিতে ভূমিকা পালন। নতুন যানবাহন ক্রয় করার যোগ আছে। মূল্যবান কিছু কেনার চেষ্টা করে সফল হবেন। ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষায় সাফল্য সাফল্য। প্রেম সুপারহিট। রাজনীতিতে শুভ। দাম্পত্য জীবন মধুর থেকে মধুরতর হবে। পিতার থেকে লাভ। হারানো কিছুর সংবাদ প্রাপ্তি। স্বাস্থ্যভাব মধ্যম। বিদেশ থেকে সুখবর প্রাপ্তি। সাংবাদিক লেকচারার কৃষকদের অতি শুভ।
অতিরিক্ত চিন্তা করে নিজের সমস্যা বাড়াবেন। অত্যাধিক খরচার জন্য সঞ্চয় কম। রাজনীতিতে ঝামেলা জিইয়ে রাখবেন না। যানবাহন কেনার চিন্তাভাবনা সফল হতে পারে। সন্তানের সাফল্যে চিন্তা মুক্তি। শত্রু নাশ। ঠান্ডা লেগে কষ্ট। খুব ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি চলে যাবে। প্রেমে ঝামেলা আর এর জন্য আপনার মেজাজই দায়ী। রাস্তাঘাট সাবধানে গাড়ি সাবধানে চালাবেন। কর্মক্ষেত্রের শ্রমিক সংক্রান্ত সমস্যা কিছু থাকবে।
অপ্রত্যাশিত প্রাপ্তি। রাজনীতিতে শুভ। শিল্পীদের শুভ। ছাত্র-ছাত্রীদের শুভ। সরকারি সহায়তা লাভ। সরকারি কাজে সাফল্য। ইঞ্জিনিয়ার, লেখক-শিল্পী ও প্রেমিক-প্রেমিকাদের আজ বেশ আনন্দেই কাটবে। হার্ডওয়ার, গৃহ তৈরীর সরঞ্জাম বিক্রেতারা এবং ওষুধ ব্যবসায়ীরা আজ বাবার শরীর নিয়ে চিন্তা করবেন। কর্ম ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি। শ্বশুরবাড়ি সূত্রে লাভ। বিদেশ থেকে সুসংবাদ প্রাপ্তি। পায়ে আঘাত প্রাপ্তির যোগ।
ব্যক্তিগত জীবনে প্রিয়জনের প্রতি সংবেদনশীল হতে হবে। তাঁদের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে।
নতুন সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। নিজের ধারণাগুলিতে বিশ্বাস রাখতে হবে এবং সেগুলি ভাগ করে নিতে ভয় পাওয়া চলবে না।
বন্ধুদের সঙ্গে মেলামেশা বাড়ানো উপকারী হবে। সম্পর্কের মধ্যে খোলামেলা ভাব এবং যোগাযোগের অভাব কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।
অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিতে হবে।
দিনটি ভারসাম্য এবং সম্ভাবনায় পূর্ণ হবে। লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে।
চিন্তাধারায় স্বচ্ছতা বজায় থাকবে, যা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখতে হবে।