সেরার তাজ মাথায় তুললেন আইপিএলে ব্রাত্য স্টেইন, টপকালেন পোলককে

Suman Majumder Wed, 26 Dec 2018-6:08 pm,

গত দুই বছরে তিনি টেস্ট খেলেছেন মাত্র সাতটা। কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন। ফিরে আসার রাস্তাটা তাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইনের পক্ষে। কিন্তু তিনি ফিরলেন। এবং স্বমহিমায় ফিরলেন। 

বয়স ৩৫ পেরিয়েছে। আইপিএলে এবার তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। কিন্তু তাতেও তাঁর জেদ দমেনি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে  রেকর্ড গড়লেন স্টেইন। সেঞ্চুরিয়নে তিনি দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রকারী হিসাবে শন পোলককে টপকে গেলেন। 

পাকিস্তানের ওপেনার ফকর জামানকে আউট করেই সেরার শিরোপা উঠল স্টেইনের মাথায়। 

১০৮ টেস্টে ৪২১টি উইকেট নিয়েছিলেন পোলক। এক দশক ধরে রেকর্ড ছিল তাঁর পকেটে। পোলকের থেকে ১৯টি টেস্ট কম খেলেই রেকর্ড গড়লেন ডেল স্টেইন (৮৯*টি টেস্ট)। 

পোলক প্রায় সঙ্গে সঙ্গে টুইট করে শুভেচ্ছা জানালেন স্টেইনকে। একইসঙ্গে শুভেচ্ছাবার্তা উড়ে এল এবি ডিভিলিয়ার্সের পক্ষ থেকেও। 

বছর তিনেক আগেই ৪০০টি উইকেট দখলের মাইলস্টোন টপকে ছিলেন স্টেইন। তিনি এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকট শিকারী। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ১৮১ রানে শেষ পাকিস্তান। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link