পাইপ ফেটে বিপত্তি! বন্ধ টালার জল সরবরাহ, দুর্ভোগে শহর কলকাতা
নিজস্ব প্রতিবেদন: জল সমস্যায় শহরের একাধিক এলাকা। বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ রেখেছে টালা।
জল সমস্যায় ভুগবে উত্তর মধ্য ও দক্ষিণের বিস্তির্ণ এলাকার মানুষ।
পানীয় জলের সমস্যা অব্যাহত থাকবে দিনভর। রবিবার সকাল থেকে স্বাভাববিক হবে বলে জানা যাচ্ছে।
গত রবিবার থেকে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। জানা যায়, পানীয় জলের মূল পাইপে চির ধরায় রাস্তায় জল জমে যায়। এখনও জল জমে রয়েছে রাস্তায়।
আজকে নতুন করে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে বলে জানাচ্ছে নীলমনি মিত্র রোয়ের বাসিন্দারা।
অপরদিকে, ইতিমধ্যে ফাটল মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। জল বের করে, পাইপ খালি করে, তবেই মেরামতি সম্ভব বলে জানিয়েছে।
আগামীকাল সকালের মধ্যেই কাজ সম্পূর্ণ করে ফেলা হবে বলে জানাচ্ছেন ওয়ার্ড সমন্বয়কারীরা।
শনিবার সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টিতে জল বন্ধ থাকবে।
দক্ষিণ কলকাতার একাংশ, যেখানে টালার ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হয়, সেখানেও আজ সকাল থেকে বন্ধ পানীয় জল সরবরাহ।
মেরামতির কারণেই শহরের একটা বড় অংশে জল সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে টালা।