Snowfall in Darjeeling: দিনেই অন্ধকারাচ্ছন্ন চারপাশ, তুষারের চাদরে ঢাকল দার্জিলিং
সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানান , "মঙ্গলবার সিকিম সহ দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়। সুখিয়াপখড়ি এলাকায় খানিকটা বৃষ্টিও হয়েছে৷ নাথুলা সংলগ্ন এলাকাতেও ভারী তুষারপাত হয়েছে। জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর রয়েছে৷ তবে এই ধরনের আবহাওয়া আরও দু থেকে তিন দিন বজায় থাকবে৷ দার্জিলিং পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০.৯ অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২.২। সমতলের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা যথেষ্ট কম যার ফলেই এই ধরনের কনকনে আবহাওয়া।" -নারায়ণ সিংহরায়
প্রায় সারাদিন ধরেই তুষারপাত চলে। একেবারে সাদা চাদরে ঢেকে গিয়েছে সমগ্র এলাকা। -নারায়ণ সিংহরায়
মঙ্গলবার সকাল থেকে উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছে। অন্যদিকে খানিকটা বেলা গড়াতেই দার্জিলিংয়ের সান্দাকফু সহ টুমলিং, মেঘমা সহ সিংহালিলা ন্যাশনাল পার্ক সহ বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত শুরু হয়। -নারায়ণ সিংহরায়
প্রায় সারাদিন ধরেই তুষারপাত চলে। একেবারে সাদা চাদরে ঢেকে গিয়েছে সমগ্র এলাকা। -নারায়ণ সিংহরায়
সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানান , "মঙ্গলবার সিকিম সহ দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়। সুখিয়াপখড়ি এলাকায় খানিকটা বৃষ্টিও হয়েছে৷ নাথুলা সংলগ্ন এলাকাতেও ভারী তুষারপাত হয়েছে। জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর রয়েছে৷ তবে এই ধরনের আবহাওয়া আরও দু থেকে তিন দিন বজায় থাকবে৷ দার্জিলিং পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০.৯ অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২.২। সমতলের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা যথেষ্ট কম যার ফলেই এই ধরনের কনকনে আবহাওয়া।" -নারায়ণ সিংহরায়