Darjeeling: ডানার ঘায়ে কাঁদছে পাহাড়... পর্যটক শূন্য দার্জিলিং!
কায়েশ আনসারি: দীপাবলিতে চরম ক্ষতির মুখে দার্জিলিং। যার মূলে রয়েছে ঘূর্ণিঝড় ডানা।
প্রতিবছর এই সময় দার্জিলিংয়ে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান। কিন্তু এবারের ছবিটা ভিন্ন।
পুজোর সময় সেপ্টেম্বরের শেষ থেকে দার্জিলিংয়ে শুরু হয় পর্যটকদের মরশুম। যা শেষ হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
কিন্তু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খারাপ আবহাওয়ার জন্য এবছর পর্যটকের সংখ্যা গত বছর থেকে প্রায় ৫০ শতাংশ কম।
পুজোর মরশুমের বুকিং শুরু হয় অগাস্ট মাস থেকে। হোটেল ব্যবসায়ীরা বলছেন, এবছর বুকিং করার পরেও অনেক বুকিং ক্যানসেল হয়েছে।