কোলাহলহীন নিশ্চিন্তের ঠিকানা, Darjeeling Police-এর নয়া চমক `Lebong Tea Resort`

Thu, 12 Aug 2021-5:55 pm,

নিজস্ব প্রতিবেদন: অতিমারির কারণে ভাটা পড়েছে পাহাড়ের পর্যটনে। তবে সুদিন ফেরার আশায় বেঁচে রয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষেরা। গানের লাইন উদ্ধৃত করেই তাঁদের অনেকে বলেন, "'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।' পর্যটক আবার পাহাড়ে ফিরবে। 

পর্যটকদের পছন্দের স্থান হয়ে উঠতে পারে 'Lebong Tea Resort'।

দার্জিলিং থেকে ৮ কিলোমিটার উত্তর-পূর্বে, পুলিসের উদ্যোগে Bannock Burn টি-এস্টেটের মধ্যে এক মনোরম পরিবেশে তৈরি হয়েছে এই 'Lebong Tea Resort'।

রিসর্টটিতে রয়েছে তিনশো স্কোয়ার ফুটের ৪টি ঘর। 

প্রতিটি ঘরে রয়েছে এলইডি টিভি, রুম হিটার, ওয়াটার হিটার। চাইলে রান্না করেও খেতে পারেন। সেজন্য রয়েছে সুসজ্জিত কিচেন বা রান্নাঘর। 

রান্না করতে না চাইলে, রিসর্ট কর্তৃপক্ষই পৌঁছে দেবে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, বাংলা বা স্থানীয় স্বাদের সুস্বাদু খাবার।

 

সবুজে ঘেরা ওই রিসর্ট থেকেই উপভোগ করা যাবে কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিলসের মনোরম দৃশ্য। নেওয়া যাবে সূর্যোদয় এবং সূর্যাস্তের মজা। 

ট্রেক করতে চাইলেও যেতে পারবেন। চা-বাগানের মধ্য়েই ২ কিলোমিটার পথ ট্রেক করা যাবে। শহরের যানজট, দূষণের বাইরে নিশ্চিন্তে কয়েকটা দিন কাটাতে চাইলে, ঘুরে আসা যেতেই পারে 'Lebong Tea Resort'-এ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link