ভারতে প্রথম ২০০৪ সালে জিআই পাওয়ার ১৫ বছর পর ব্র্যান্ডিংয়ে মতি দার্জিলিং চায়ের
সুতপা সেন: বাংলার রসগোল্লার জিআই বা Geographical Indication নিয়ে হইচই হয়েছে বিস্তর। এনিয়ে বঙ্গবাসীর আনন্দের সীমা নেই। কিন্তু জানেন কি! শুধু বাংলায় নয়, দেশে প্রথম দার্জিলিং চা-ই পেয়েছিল জিআই তকমা।
সেই ২০০৪ সালে জিআই তকমা পায় দার্জিলিঙের চা। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর ব্র্যান্ডিংয়ের ব্যাপারে কারও মাথাব্যথা ছিল না।
এবার প্রচারের আলোয় আসতে চলেছে দার্জিলিং চা। এব্যাপারে সক্রিয় হয়েছে টি বোর্ড।
দার্জিলিং চায়ের ব্যবসা করলে এবার থেকে জিআই বাধ্যতামূলক। জিআই-এর পাশাপাশি দার্জিলিং চায়ের নির্দিষ্ট লোগোও ব্যবহার বাধ্যতামূলক করতে চায় টি বোর্ড।
বোর্ডের ভাইস চেয়ারম্যান অরুণ রায় বলেন, ''দার্জিলিং চায়ের একটা সুনাম রয়েছে। দেশের প্রথম জিআই তকমা পেয়েছে। টি বোর্ড চাইছে দার্জিলিং চাকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে।''