Darshana Banik: বর্ষশেষে নজরকাড়া ফ্যাশন শো, ব়্যাম্প মাতালেন দর্শনা বণিক

Sat, 25 Dec 2021-7:43 pm,

নিজস্ব প্রতিবেদন: বর্ষশেষে INIFD সল্টলেক আয়োজিত নজরকাড়া ফ্যাশন শোয়ে উষ্ণতা ছড়ালেন অভিনেতা দর্শনা বণিক। 

 

উদীয়মান ডিজাইনারদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের উৎসাহিতও করেন দর্শনা। অংশগ্রহণকারীদের সঙ্গে সমানতালে র‌্যাম্প মাতিয়ে তোলেন তিনি। 

 

অতিমারির কারণে ঘরবন্দী শিক্ষার্থীদের সৃজনশীলতা ফিরিয়ে আনতে ফ্যাশন শো 'এক্সপ্লোডিয়া ২০২১' এর উদ্যোগ নিয়েছে কলকাতার নামী ফ্যাশন এবং ইন্টিরিয়র সংস্থা সল্টলেকের INIFD। 

 

টার্কি, ব্রাজিল, নেদারল্যান্ডস সহ ১০টি আলাদা আলাদা দেশের সংস্কৃতি, ফ্যাশন, খাবার তৈরি করেন ছাত্রছাত্রীদের ১০টি দল। 

 

এই দলগুলি তাঁদের থিম অনুযায়ী বিষয় প্রদর্শন করলেন আজ। বিভিন্ন দেশের পোশাক, সংস্কৃতি, খাবার দিয়ে সাজানো শোয়ে নজর কাড়লেন INIFD এর ছাত্রছাত্রীরা। প্রদর্শনী শেষে জয়ের খেতাব জিতে নেন ব্রাজিল টিমের সদস্যরা। 

 

সম্প্রতি এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত। সাধারণ মানুষের কাছে ফ্যাশনকে পৌঁছে দিতে কলকাতায় বহুবছর ধরে কাজ করছে INIFD।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link