Darsheel Safary Birthday: চেনা দায়! ১৫ বছরে নিজেকে আমূল বদলে ফেলেছে পর্দার ঈশান অর্থাৎ দর্শিল সাফারি
নিজস্ব প্রতিবেদন: আমির খানের তারে জমিন পর ছবিতে সমালোচক থেকে দর্শকদের নজর কেড়েছিলেন পর্দার ঈশান অবস্তি অর্থাৎ অভিনেতা দর্শিল সাফারি।
দেখতে দেখতে কেটে গেছে ১৫ বছর। এই কয়েক বছরে একেবারেই বদলে গেছে ছোট্ট দর্শিল।
২৫ তম জন্মদিনে তাঁকে দেখে চেনা দায়। অভিনয়কেই নিজের কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনেতা।
তারে জমিন পর ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন দর্শিল সাফারি।
সম্প্রতি একটি শর্ট ফিল্মে দেখা যায় দর্শিলকে। ছবির নাম ড্রামাইয়ামা। এর আগে বিজ্ঞাপনে ও একটি মিউজিক ভিডিওতেও দেখা যায় অভিনেতাকে।
শর্ট ফিল্মে দর্শিলের সঙ্গে ছিলেন সুস্মিতা সেনের মেয়ে রিনি সেন।
সোশ্যাল মিডিয়ায় দর্শিলের ফলোয়াড় প্রায় দুলক্ষের কাছাকাছি। খুব শীঘ্রই বড়পর্দায় কামব্যাক করবে দর্শিল, এ ব্যাপারে আশাবাদী তাঁর ফ্যানেরা।