চোর, প্রতারক সবই শুনতে হল! ব্যাট হাতেই জবাব দিলেন স্মিথ, ওয়ার্নার
সাউদাম্পটনে নামার পর থেকেই দুজনকে দর্শকদের প্রবল টিটকিরি হজম করতে হয়েছে। তবে সেসবে কান দেননি স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার। নিজেদের খেলাটা চালিয়ে গিয়েছেন।
বল বিকৃতি কাণ্ড যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁদের। নির্বাসন কাটিয়ে আসার পরও যেন দর্শকরা তাঁদের কিছুতেই ক্ষমা করতে পারছেন না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে নেমে প্রবল টিটকিরি শুনতে হল তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে দর্শকদের কাছ থেকে চোর, প্রতারকেকর মতো শব্দ শুনতে হল স্মিথ, ওয়ার্নারকে। তবুও তাঁরা নিজের কাজটা করে গেলেন। এক বছরের নির্বাসন কাটিয়ে ফিরেও ব্যাট হাতে ছন্দেই ছিলেন স্মিথ, ওয়ার্নার।
দর্শকদের ব্যঙ্গ-বিদ্রুপের পরও ১০২ বলে ১১৬ রানের ইনিংস খেলে গেলেন স্টিভ স্মিথ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্নার ৫৫ বলে ৪৩ রান করলেন। অস্ট্রেলিয়া প্রথম প্রস্তুতি ম্যাচে ১২ রানে জিতেছে।