Deadliest Day in Human History: বীভৎস! হাড়হিম! মুহূর্তে মৃত্যু প্রায় ১০ লক্ষ মানুষের! ইতিহাসের ভয়ংকরতম বিপর্যয়...
ঘটনাচক্রে জায়গাটা ভারত নয়। তবে ভারত থেকে খুব দূরেও নয়। দেখতে গেলে পাশেই। চিন। চিনের শানসি প্রদেশে ঘটে এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়। যদি রিখটার স্কেল থাকত, তবে ওই ভূমিকম্পের মাত্রা হয়তো হত ৮! চিনের ইতিহাসেও এই রকম বিধ্বংসী ভূমিকম্প আর কখনও হয়েছে বলে জানা নেই!
ঘুমের মধ্যেই সেদিন মৃত্যু হয়েছিল প্রায় ১ লক্ষ মানুষের! আর ধ্বংসস্তূপ চাপা পড়ে বা অন্য নানা কারণে মৃত্যু প্রায় ৭ লক্ষ ৩০ হাজার মানুষের।
অনেকেই সেই সময়ে ওই অঞ্চলে গুহায় বাস করতেন। তাঁরা তো সরাসরি পাথরচাপা পড়ে মারা গেলেন। তাছাড়া শানসির সমস্ত পরিকাঠামোই ভেঙে পড়ে। এই ভূমিকম্পের ব্যাপ্তি এতই বহুবিস্তৃত ছিল যে, তা থেকে পরে দুর্ভিক্ষ ঘটে, রোগ ছড়িয়ে পড়া। এসবের সঙ্গে আরও নানা বিশৃঙ্খলাও তৈরি হয়।
মহা-বিশৃঙ্খলাই বটে! এই ভূমিকম্পের পরেই চিনে নানা ভৌগোলিক বদল ঘটে। আসে নানা প্রাকৃতিক পরিবর্তন। মাটি ফেটে জল বেরিয়ে আসে, সমভূমি ভাঁজ হয়ে তৈরি হয় মালভূমি বা পাহাড়ের মতো ভূমিরূপ, নদীতে প্লাবিত হয় জনপদ! সে এক দুর্যোগ বটে!
সেদিন সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর-পশ্চিম চিনের এই শানসি প্রদেশই। তখন চলছিল মিং রাজবংশের আমল। শাসনকাল চলছিল সম্রাট জিয়াজিংর। অনেকই তাই এই ভূমিকম্পকে জিয়াজিং ভূমিকম্প বলে।
বিপর্যয়ের মাপকাঠির নিরিখে এটি এখনও বিশ্বের ইতিহাসে প্রকৃতির ধ্বংসশক্তির প্রতীক, এবং সেই শক্তি কী ভাবে মানবজীবনকে তছনছ করে দেয়, এটা তারও প্রতীক হয়ে দাঁড়িয়েছে!