PAN - আধার সংযোগ করার সময়সীমা আরও ৬ মাস বাড়াল কেন্দ্রীয় সরকার
ফের বাড়ল আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমা। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
নির্দেশিকা অনুসারে ফের ৬ মাস বাড়ানো হয়েছে আধারের সঙ্গে প্যান সংযোগের সময়সীমা। রবিবার ৩১ মার্চ এই সময়সীম শেষ হচ্ছিল। শেষ মুহূর্তে ফের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংযোগ করা যাবে আধার ও PAN.
আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা বারবার বাড়িয়েছে মোদী সরকার। সরকারের দাবি, কর ফাঁকি রুখতে এই পদক্ষেপ করেছে তারা। সেজন্য অনলাইন ছাড়াও ফোন ও এসএমএসের মাধ্যমে হয়েছে আধারের সঙ্গে PAN সংযুক্তিকরণের ব্যবস্থা।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে PAN সংযুক্ত না করলে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি।
ইতিমধ্যেই এক রায়ে সুপ্রিম কোর্ট আধারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। ফলে কোনও ক্ষেত্রেই আর আধার বাধ্যতামূলক করতে পারবে না কেন্দ্রীয় সরকার। বারবার সময়সীমা বাড়িয়ে আসলে কেন্দ্র মুখ ঢাকতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।