বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা, জেনে নিন শেষ তারিখ
করোনা ভাইরাসে সংক্রমণের গতির কথা মাথায় রেখে চলতি আর্থিক বছরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে দিল আয়কর দফতর।
শনিবার আয়কর দফতরের তরফে ঘোষণা করা হয়েছে ২০১৯-২০ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০।
সম্প্রতি ট্য়াক্স সেভিং ইনভেস্টমেন্ট ও পেমেন্টের শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই করেছে আয়কর দফতর। তারপরেই এই ঘোষণা।
এদিকে, আধার ও প্য়ান লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ, ২০২১ করছে কেন্দ্র।
অন্যদিকে, টিডিএস স্টেটমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই করেছে আয়কর দফতর।