1st July থেকে DA বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? কী জানাল অর্থমন্ত্রক?
নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে স্থগিত হয়ে যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। পয়লা জুলাই থেকেই আবার তা বৃদ্ধি পাবে ও বকেয়া DA মেটানো হবে বলে সম্প্রতি অর্থসচিবের সই করা একটি চিঠি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কিন্তু শনিবার ঐ চিঠিকে ভুয়ো বলে দাবি করল অর্থমন্ত্রক। টুইটে মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, কেন্দ্রের তরফে এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই চিঠি সম্পূর্ণ ভুয়ো।'
উল্লেখ্য, গত মার্চ মাসে অর্থমন্ত্রক জানায়, কেন্দ্রীয় সরাকরি কর্মচারীদের ২০২০ সালের জানুয়ারি ও জুলাইয়ের এবং চলতি বছরের জানুয়ারি মাসের বকেয়া DA পয়লা জুলাই থেকে তিনটি কিস্তিতে মেটানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এরপর এপ্রিল মাসে অতিমারি পরিস্থিতির কথা বিবেচনা করে DA বৃদ্ধি স্থগিত করে কেন্দ্র।
যদিও এদিন আবারও মন্ত্রকের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশ্যে জানানো হয়, 'কোভিডের সঙ্কটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২০ সাল থেকে বকেয়া DA ও পেনশনভোগীদের DR দেওয়া হবে না। তবে বর্তমান হারেই আপাতত ডিএ পাবেন কর্মচারীরা।'
কেন্দ্রের এই ঘোষণার পরেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বকেয়া DA পরিশোধ ও পেনশনভোগীদের DR প্রদানের দাবি তুলে টুইটে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী থেকে অভিষেক মনু সিংভিরা।
যদিও বিজেপি নেতা গোপাল আগারওয়ালের দাবি 'সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজেপি সরকারের লক্ষ্যে অগ্রাধিকার জনকল্যাণ।'