অসমে বিষমদকাণ্ডে মৃত বেড়ে ৮০, হাসপাতালে ভর্তি ২০০ জন

Sat, 23 Feb 2019-4:26 pm,

অসমের গোলাঘাট ও জোরহাট জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৮০। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০০ জন। মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমে বলেন,’প্রতি মিনিটেই মৃতের সংখ্যা বাড়ছে। জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ২০০ জন।‘ প্রসঙ্গত, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের। এদের মধ্যে মহিলা ৩৬ জন। কোনও কোনও মহল থেকে মৃতের সংখ্যা ৮৯ বলা হচ্ছে।

সম্প্রতি উত্তরাখণ্ডে বিষাক্ত মদ খেয়ে ১০০ জনের মৃত্যু হয়। তার পর অসমে এই ঘটনা ঘটল।

গত বৃহস্পতিবার গোলাঘাট জেলার সালমোরা চা বাগানে প্রথম বিষমদ খাওয়ার ঘটনা ঘটে। পরের ঘটনাটি জোরহাট জেলার টিটাবোর চা বাগানের।

এদিন এলাকার দোকান থেকে সস্তায় মদ কিনে খান চা বাগান শ্রমিক ও এলাকার কিছু লোকজন। তার পরই এই বিপত্তি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link