মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ! ঘনঘোর নিম্নচাপ ভয়ংকর ঝড় হয়ে ধেয়ে আসছে...

Soumitra Sen Fri, 15 Sep 2023-1:47 pm,

গভীর নিম্নচাপটি ক্রমে উপকূলের দিকে এগিয়ে আসছে। আগে এর অভিমুখ ছিল ওডিশা-ছত্তীসগঢ়।

পরে সেই অভিমুখ পরিবর্তিত হয় তা যাচ্ছে ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।

এর প্রভাবে গত কয়েকদিন ধরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। 

আজ, শুক্রবারও বাংলার জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হচ্ছেও অল্পবিস্তর। এর জেরে তাপমাত্রাও কমবে, অন্ততপক্ষে ২-৩ ডিগ্রি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আজ, শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। 

আবহাওয়ার দৈনিক পূর্বাভাস বলছে, আজ, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এরকম চলবে রবিবার পর্যন্ত। সঙ্গে বজ্রপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রপাত-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link