Deepika Padukone: বলিউডে সলমন, আমিরকে টেক্কা দিচ্ছেন দীপিকা, কিন্তু কীভাবে?
নিজস্ব প্রতিবেদন: দীপিকা পাড়ুকোন মডেল হিসাবে পা রেখেছিলেন বিনোদন জগতে। তাঁর প্রথম ছবি ছিল কন্নড় ছবি ঐশ্বর্য। সেই ছবি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। তার একবছর পরেই বলিউডে পা রাখেন দীপিকা। ২০০৭ সালে ডেবিউ করার পর কেরিয়ারে কিছু ফ্লপ ছবির মুখে দেখলেও ঘুরে দাঁড়ান দীপিকা। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। এমনকি সলমন খান ও আমির খানের পরে তিনিই তৃতীয় ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সংখ্যক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন।
২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' ছবিতে ডেবিউ করেছিলেন দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে এই ছবি ব্যবসা করেছিল ৭৮.১৭ কোটি টাকা।
রণবীর কাপুরের বিপরীতে দীপিকাকে প্রথম দেখা গিয়েছিল 'বচনা ইয়ে হাসিনো' ছবিতে। সেই ছবি সেরকম ব্যবসা করতে না পারলেও রণবীরের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি ইয়ে জওয়ানি হে দিওয়ানি ঝড় তুলেছিল বক্স অফিসে। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১৮৮.৫৭ কোটি টাকা।
দীপিকার চেন্নাই এক্সপ্রেসও ছিল সুপারহিট। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ২২৭.১৩ কোটি টাকা।
সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবত ছিল ব্লকবাস্টার। এই ছবিতে দীপিকার অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩০২.১৫ কোটি টাকা।
দীপিকার বাজিরাও মস্তানি ছিল সুপারহিট। এই ছবি আয় করেছিল ১৮৪.৩ কোটি টাকা।