Deepika-Ranveer: শাহরুখের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-দীপিকা, বাড়ির দাম শুনে চমকে উঠবেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। সংসারে নতুন সদস্য আসার আগেই নতুন বাড়ি কিনলেন দীপবীর।
২০২১ সালে আলিবাগে একটি বাংলো কিনেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সেই বাংলোর দাম ছিল ২২ কোটি। এবার বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে একটি চারতলা অ্যাপার্টমেন্ট কিনলেন দীপবীর।
কোয়াড্রাপ্লেক্স এই অ্যাপার্টমেন্টটি ১১ হাজার ২৬৬ স্কোয়ার ফিটের, এর সঙ্গে রয়েছে ১৩০০ স্কোয়ার ফিটের ছাদ।
জানা যাচ্ছে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের এই অ্যাপার্টমেন্টের ১৬ থেকে ১৯ তলা নিজেদের নামে বুক করেছেন রণবীর ও দীপিকা।
শাহরুখের বাংলো মন্নতের কাছাকাছি এই অ্যাপার্টমেন্ট। এবার কিংখানের প্রতিবেশী হতে চলেছেন দীপবীর।
দীপবীরের এই নতুন অ্যাপার্টমেন্টের দাম ১০০ কোটি।