জেএনইউ-জামিয়ার দিল্লিতে আবারও নোটার কাছে বিশাল ব্যবধানে হারল সিপিএম
নিজস্ব প্রতিবেদন: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ। ১৬টি সেলাই পড়েছিল ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের মাথায়। ফি বৃদ্ধির প্রতিবাদে দিল্লির রাস্তায় বাম ছাত্র-যুবদের বিক্ষোভ। সিএএ-র প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়ার বিক্ষোভ। ভোটের আগে ঘটনার ঘনঘটা। বামদুর্গ জেএনইউ-তে আন্দোলনের লাভ দিল্লিতে তুলতে পারল না বামেরা।
দিল্লিতে নোটার চেয়েও কম পেয়েছে সিপিআই-সিপিএম।
সিপিআই পেয়েছে ০.০২ শতাংশ ভোট। সিপিএমের ভোটের হার ০.০১%।
দিল্লিতে নোটায় ভোট পড়েছে ০.৪৭ শতাংশ।
দলের হতশ্রী হাল হলেও বিজেপির হারে খুশি সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদক টুইট করেছেন, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিল্লিবাসী ও অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ।