কৃষকদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন দিল্লি, গাড়িতে জীবন্ত অগ্নিদগ্ধ মেকানিক
নিজস্ব প্রতিবেদন: দিল্লির সীমানায় গিয়ে বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের জনৈক জনক রাজ। গাড়িতে উদ্ধার হল তাঁর অগ্নিদগ্ধ দেহ। ঘটনার নেপথ্যে নাশকতা আছে কিনা তা স্পষ্ট নয়।
ট্রাক্টর মেরামতি করেন জনক রাজ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন কৃষকরা। কৃষকদের 'দিল্লি চলো'য় যোগ দিতে পৌঁছে যান জনক রাজও।
কৃষকদের পাশে থেকে শুধু সমর্থন নয়। পরিবারের দাবি, বিনা পয়সায় কৃষকদের ট্রাক্টর মেরামতি করতেই গিয়েছিলেন জনক রাজ।
কাজ শেষ করার পর রাতে দিল্লি-হরিয়ানা সীমানার কাছে বাহাদুরগড়ে গাড়িতে ঘুমিয়ে পড়েন জনক রাজ। তখনই গাড়িতে আগুন ধরে যায়। জীবন্ত অগ্নিদগ্ধ হন জনক রাজ। ঘটনায় নাশকতা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
পঞ্জাবের বারনালা জেলায় থাকেন জনক রাজ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অকালি দল। তারা জানিয়েছে,'জনক রাজের নাম কৃষি আন্দোলনের ইতিহাসে লেখা থাকবে।'