জনতা কার্ফু ঘোষণা হতেই লম্বা লাইন মদের দোকানে

Mon, 19 Apr 2021-5:42 pm,

নিজস্ব প্রতিবেদন: লকডাউন ঘোষণা করা হয়েছে, তাই মদ মজুত রাখতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন দিল্লির বাসিন্দারা। গত বছরও একই ছবি ধরা পড়েছিল। এবারও তার অন্যথা হল না।

 এদিন ৬ দিনের মদ কিনতে দোকানের সামনে দেখা গেল লম্বা লাইন। গত বছর যখন লকডাউন শিথিল করা হয়েছিল, তখন দেখা গিয়েছিল মদের দোকানের সামনে মানুষের ঢল। গোটা দেশ জুড়ে এই একই ছবি দেখা যায়।    

লাগামছাড়া করোনা সংক্রমণের মোকাবিলায় কড়া পদক্ষেপের পথে রাজধানী। আজ রাত থেকে সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে দিল্লিতে। আজ রাত থেকে আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা।

 সূত্রের খবর, আজ থেকে সমস্ত প্রাইভেট সেক্টর ওয়ার্ক ফর্ম হোম করবে। শুধুমাত্র সরকারি অফিস খোলা থাকবে বলেই জানানো হয়েছে।  

আক্রান্ত হন ২৫ হাজার ৪৬২ জন। এই মুহূর্তে প্রতি ৩ টেস্টের মধ্যে ১ জন পজিটিভ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণে বেড়ি পরানোর প্রথম ধাপে পা দিল দিল্লি সরকার। 

৬ দিনের লকডাউনে মানুষ বাড়িতে থাকলে সংক্রমণ ঠেকানো সহজ হবে। সঙ্গে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বারবার বলে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link