দিল্লি হিংসায় জড়িত, আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে UAPA ধারায় অভিযোগ আনল পুলিস

Wed, 22 Apr 2020-9:41 pm,

দিল্লি হিংসায় মদত দেওয়ায় আম আদমি পার্টি কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় অভিযোগ আনল দিল্লি পুলিস। ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি হিংসায় তাহির হুসেন হিংসায় জড়িত ছিলেন বলে অভিযোগ।

দিল্লি হিংসার তদন্তে নেমে আগেই তাহির হুসেনকে গ্রেফতার করেছিল পুলিস। তার বিরুদ্ধে আইবি অফিসার অঙ্কিত শর্মার খুনের অভিযোগও আনা হয়েছে। একাধিক ভিডিয়োয় তাঁর গতিবিধি সন্দেহ বাড়িয়ে দিয়েছিল পুলিসের।

এদিকে, দিল্লি হিংসায় মদত দেওয়ায় জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধেও ইউএপিএ ধারা দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আরও ২ ছাত্র।

উমর খালিদের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালীন সময়ে তিনি উত্তেজক বক্তব্য রেখেছিলেন। সিএএ-র বিরুদ্ধে লোক জড়োও করেছিলেন তিনি। উমরকে এখনও গ্রেফতার করা হয়নি। শীঘ্রই তাঁকে ডাকা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় উত্তর-পূর্ব দিল্লিতে। ওই হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়। আহত হন ২০০ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link