Dengue Death: ডেঙ্গি কি মহামারির আকার ধারণ করল? মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে দিল এই পরিসংখ্যান...
চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু ৫০০ ছাড়িয়ে গেল!
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, চলতি বছরে বাংলাদেশে মশার কামড়ে ৫০০ মানুষের মৃত্যু হল।
একই সময়ে সারা বাংলাদেশে ৬২৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৬৮৫ জন।
এর মধ্যে ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ নারী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছিল মোট ১৭০৫ জনের! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।