ঝড়ের সংকেত! ফের কি ভয়াবহ বৃষ্টিতে ভাসবে রাজ্য? উপকূলে সতর্কতা...
আজ, মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে।
অর্থাৎ, বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
পরবর্তী ক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলিতে অর্থাৎ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছুকাংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি, ২৪ ঘণ্টা পর থেকেই বৃষ্টি একটু বাড়বে।
বিশেষ করে ২১ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই।
সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে উত্তরবঙ্গে।
আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।