Cyclone Biparjay: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল `বিপর্যয়`, জারি সতর্কতা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'বিপর্যয়'। ভারতীয় মৌসম ভবনের তরফে জারি করা হল সতর্কতা।
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘনীভূত হয় নিম্নচাপ। তারপর থেকেই ক্রমশ সত্যি বাড়াতে শুরু করে বিপর্যয়।
শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'বিপর্যয়'। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য আরব সাগরে শক্তি সঞ্চার করতে করতে আরও উত্তরদিকে অগ্রসর হবে বিপর্যয়।
নিম্নচাপ 'বিপর্যয়' শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও গোয়ার উপকূল এলাকায়।
কেরালার তিরুবনন্তপুরমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের 'বিপর্যয়' নামটি বাংলাদেশের দেওয়া।