করোনা থেকে বাঁচতে নিয়মিত ‘অকেজো’ হাইড্রক্সিক্লোরোকুইনই খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!
মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (FDA) করোনার চিকিৎসায় ভারতের পাঠানো হাইড্রক্সিক্লোরোকুইন থেকে বিরূপ কথা আগেই জানিয়েছিল। তাই করোনা থেকে বাঁচতে এই ওষুধের ব্যবহারের ক্ষেত্রেও আগেভাগে সতর্ক করে দেওয়া হয়েছে FDA-এর পক্ষ থেকে।
মার্কিন স্বাস্থ্য সংস্থা FDA-এর সেই নির্দেশ নাকি মানছেন না খোদ সে দেশের প্রেসিডেন্ট! করোনা থেকে বাঁচতে নাকি নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইনই খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে প্রায় দিন দশেক ধরে নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন তিনি।
সম্প্রতি হোয়াইট হাউসেরও দুই কর্মীর মধ্যে করোনা সংক্রমণের খবর মিলেছে। তাই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়েও চিন্তা বেড়েছে প্রশাসনের। এই পরিস্থিতিতে প্রায় দিন দশেক ধরে নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ট্রাম্প।
জানা গিয়েছে, ট্রাম্প নিয়মিত হাইড্রক্সিক্লোরোকুইন খেলেও কোনও চিকিৎসকই তাঁকে ওই ওষুধ খাওয়ার পরামর্শ দেননি। তিনি নিজেই এই ওষুধ খাচ্ছেন। যদিও ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারাও এই ওষুধের কার্যকারিতা আর পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
এ দিকে হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রসঙ্গে সোমবার ট্রাম্প বলেন, “আমি এই ওষুধটা প্রায় দশ দিন ধরে খাচ্ছি। ওষুধটা খাওয়ার পরও আমি এখনও পুরোপুরি সুস্থ আছি”।