Khadaan Box Office Collection: বক্সঅফিসের `বাপ` দেব, বড়দিনে রেকর্ড ব্যবসা! ৬ দিনে কত আয় করল `খাদান`?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাসের আগের উইকেন্ডেই মুক্তি পেয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’।
অনেকদিন পরে মূলধারার বানিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার দেব। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত।
এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এপার বাংলায় এটিই ইধিকার প্রথম সিনেমা।
ছবির প্রচারে কোনও খামতি রাখেননি দেব। সারা বাংলা ঘুরে ছবির প্রচার করেছে খাদানের গোটা টিম।
দেবের ফিল্মি কেরিয়ারে সবথেকে দ্রুত গতিতে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। তবে কোটির সংখ্যা দিনের সঙ্গেই ক্রমবর্ধমান।
নিজের রেকর্ড নিজেই ভাঙছেন দেব। পাঁচ দিনে পাঁচ কোটির গণ্ডি ছুঁয়েছে ‘খাদান’, সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে প্রযোজনা সংস্থা।
বড়দিনে ৪২-এ পা দিলেন টলিউড সুপারস্টার। সেদিন বক্স অফিসে বাকি বাংলা ছবির থেকে অনেকটাই বেশি ব্যবসা করেছে খাদান।
বড়দিনে কত ব্যবসা করল খাদান? প্রযোজনা সংস্থার দাবি শুধু বড়দিনেই খাদান ব্যবসা করেছে দেড় কোটির।
সবমিলিয়ে ৬দিনে দেবের খাদান ঘরে তুলল ৬ কোটি ৬১ লক্ষ।