Dev: ‘শিক্ষা না থাকলে সম্মান নেই বাজারে’, ছাত্র-ছাত্রীদের ভোকাল টনিক ‘বাঘা যতীন’ দেবের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বাঘা যতীন’-এর প্রচারে স্কুলে স্কুলে হাজির হচ্ছেন দেব।
এবার এই ছবির নয়া গান ‘জাগো রে বাঘা’ লঞ্চ উপলক্ষ্যে তিনি হাজির হয়েছিলেন যাদবপুর বাঘা যতীন হাই স্কুলে।
দেবের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এই ছবির সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ও।
প্রিয় নায়ককে হাতের নাগালে পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা ছাত্র-ছাত্রীরা।
এদিন শুধু নিজের ছবির প্রচার নয়, ছাত্র-ছাত্রীদের ভোকাল টনিকও দিলেন অভিনেতা।
দেব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার অন্য কোনও বিকল্প নেই। যদি তোমার হাতে ভালো ডিগ্রি থাকে তাহলে বড় বড় মানুষেরা তোমাকে সম্মান করবে। বলবে যে এসো, চাকরি করো। শিক্ষা না থাকলে সম্মান নেই বাজারে। পড়াশোনা খুবই দরকার’।