ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রবিবার তীব্র কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার লোমবক দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭।
সপ্তাহখানেক আগেই আরও একটি ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। সেবার ১৭ জনের মৃত্যু হয়।
এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৮২। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে উদ্ধারকারী দলের কর্তারা।
গতকাল থেকেই ধ্বংসস্তুপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ করছে উদ্ধারকারী দল। ভেঙেপড়া ঘরবাড়ি থেকে ধ্বংসস্তূপ যত সরানো হচ্ছে ততই উদ্ধার হচ্ছে মৃতদেহ। তবে উদ্ধারকার্যের জন্য আরও ভারী যন্ত্রপাতির প্রয়োজন বলে উদ্ধারকারী দল সংবাদ মাধ্যমে জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র সুতোপো পুরোও সংবাদ মাধ্যমে জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে। মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।
২০১৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৯.৩। মৃত্যু হয় ২২০,০০০ মানুষের। এবার ভূমিকম্পের পর দেওয়া হয়েছে সুনমির সতর্কতা।